ভারত-পাকিস্তান সম্পর্কের মতোই অবনতি হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কে। এর জেরে বাংলাদেশ সফর থেকে বিরত থাকতে পারে ভারত- এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এছাড়া এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে- না-ও হতে পারে এবারের এশিয়া কাপ। চূড়ান্ত সূচি অনুযায়ী, আগামী আগস্টে ভারত জাতীয় দলের আসার কথা বাংলাদেশ সফরে। ঢাকা ও চট্টগ্রামে খেলার কথা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় নিশ্চিত নয়, বিসিসিআই বা ভারত সরকার দল বাংলাদেশে পাঠাবে কি না। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ঘটনাবলী পর্যবেক্ষণ করা সাপেক্ষে এক সুত্র জানিয়েছে, ‘এই সফর সূচির অংশ। তবে এখনও কিছু চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর না করার প্রবল সম্ভাবনা রয়েছে।’ সম্প্রতি কাশ্মীর ইস্যুেক কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। ক্রমশ অবনতি হচ্ছে সম্পর্কের।
এদিকে ভারত-পাকিস্তান দ্বন্দ্বকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক একজন সেনা কর্মকর্তা চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থার পরামর্শ দেন। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। খবরে দাবি করা হয়েছে, পেহেলগামের ঘটনার পর এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনাও বেড়েছে। ভারত-পাকিস্তান এখন দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও এশিয়া কাপ হলে এই দুই দেশকে খেলতে হবে পরস্পরের বিপক্ষে। তার ওপর এশিয়া কাপের আয়োজক ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সময়কার চুক্তি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলো ভারতকে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। তবে ভারতের অনড় অবস্থানের কারণে বিষয়টি এখন অনেকটা অকল্পনীয়। এতে এশিয়া কাপই ভেস্তে যেতে পারে। শেষপর্যন্ত কী আছে এশিয়া কাপের ভাগ্যে? রোহিত-কোহলিরা কি পাকিস্তানের মতো বাংলাদেশ সফর থেকে বিরত থেকে নিজেদের ক্রিকেটীয় পরাশক্তি তকমা অক্ষুণ্ণ রাখতে পারবেন? উত্তরটা এখন সময়ের হাতে।